অভিজিৎ দে

রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের নিবিষ্ট শিল্পী অভিজিৎ দে’র সঙ্গীতের সাথে পরিচয় আট বছর বয়সেই। বাবা সুধীর কুমার দে’র কাছে দীক্ষা নেওয়ার মাধ্যমে সঙ্গীত জগতে অভিষেক ঘটে তার। অংশ নিয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪’ -র প্রতিযোগিতায়ও। তাঁর গাওয়া শ্রোতাপ্রিয় মৌলিক গানের মধ্যে উল্লেখযোগ্য ‘সে আমার গভীর রাতের সুনীল আকাশ’।

অভিজিৎ দে ট্র্যাক
  • #
  • গান
  • অ্যালবাম
  • সময়
  • দেখুন
  • যে মাটির বুকে
    1
  • যে মাটির বুকে
  • 5:45
  • আমার মনের ফুলদানিতে
    2
  • আমার মনের ফুলদানিতে
  • 5:35