প্রকাশ কুমার বণিক

শিল্পী প্রকাশ কুমার বণিক এর জন্ম ভোলাতে। বাবা মরন চন্দ্র বনিক, মা পুষ্প রানী বনিক। বেড়ে ওঠা ও কলেজ পর্যন্ত পড়াশোনা সেখানেই। তিনি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়েন, তখন থেকেই সংগীতে হাতেখড়ি বড় ভাই প্রদীপ বনিক ও মেজো ভাই দিলীপ বনিকের কাছে। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি। পাশাপাশি চর্চায় ছিল লোক গান।

প্রকাশ কুমার বণিক ট্র্যাক
  • #
  • গান
  • অ্যালবাম
  • সময়
  • দেখুন
  • আমারে ছাড়িয়া রে বন্ধু
    1
  • আমারে ছাড়িয়া রে বন্ধু
  • 6:51
  • তোর ভালোবাসার ডিঙ্গা নায়ে
    2
  • তোর ভালোবাসার ডিঙ্গা নায়ে
  • 5:55
  • গঙ্গা যদি যাইতে পারি
    3
  • গঙ্গা যদি যাইতে পারি
  • 5:47
  • track
    4
  • দিলোনা দিলোনা, নিলো মন
  • 7:36
  • মনা দোষ দিবি
    5
  • মনা দোষ দিবি
  • 5:58
  • শ্যাম অঙ্গে রাই
    6
  • শ্যাম অঙ্গে রাই
  • 2:25
  • তোমরা কুঞ্জ সাজাও গো
    7
  • তোমরা কুঞ্জ সাজাও গো
  • 5:19
  • ঝিঙা ফুল
    8
  • ঝিঙা ফুল
  • 5:47